সারা রাজ্যের মতো সাগরদিঘীতেও মঙ্গলবার পালিত হলো পুলিশ দিবস। দিনটি উপলক্ষে থানার সকল পুলিশকর্মীদের সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে বিশেষ উদ্যোগ নিল সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট।
দিনের শুরুতে কেক কেটে পুলিশ দিবস উদযাপন করা হয়। উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় উপস্থিত সকল কর্মরত পুলিশ স্টাফদের। এরপর ট্রাস্টের পক্ষ থেকে থানার প্রত্যেক পুলিশকর্মীকে উপহার হিসেবে দেওয়া হয় টবসহ চারাগাছ—যার মধ্যে ছিল এগুলোনীম, কুপিয়া, কসমস, লেবু, পেয়ারা প্রভৃতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যবিদ রবীন দত্ত, সাগরদিঘী এস এন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তামিজুদ্দিন মল্লিক, প্রাক্তন শিক্ষক শচীন পাল, গ্রাম্য কবি শেখ সালাউদ্দিন, ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস, সদস্য রাহুল ভকত, সামাদ সেখ, রূপম চ্যাটার্জী, অরুনিতা দাসসহ আরও অনেকে।
ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন, “সারা বছর যারা সমাজের নিরাপত্তায় দিনরাত কাজ করে চলেছেন, তাদের জন্য সামান্য কিছু করতে পেরে আমরা আনন্দিত। সকল পুলিশকর্মীদের জানাই পুলিশ দিবসের শুভেচ্ছা।”
নাট্যবিদ রবীন দত্ত ট্রাস্টের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “সবুজ উদ্যোগ যেমন প্রশংসনীয়, তেমনি পুলিশকর্মীদের নিরলস কাজও সমাজের শান্তি বজায় রাখতে অমূল্য।”

সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ সরকার ট্রাস্টের এই সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “ট্রাস্ট এভাবেই এগিয়ে যাক। প্রশাসনের পক্ষ থেকে সবসময় সহযোগিতা করা হবে।”