Thu. Nov 20th, 2025
gay meeting

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের চোরমুন্ডি গ্রামে এক অনন্য উদ্যোগের সাক্ষী রইল মানুষ। গ্রামে আর্থিকভাবে পিছিয়ে পড়া ১০০টি পরিবারের হাতে বিনামূল্যে চশমা তুলে দিয়ে আলোচনার কেন্দ্রে এলেন সোনার তরী চ্যারিটেবল ট্রাস্ট, স্বর্গীয় অনুপম কুমার সেনাপতি স্মৃতি ট্রাস্টস্বর্গীয় অশোক কুমার সেনাপতি মহাশয়ের স্মৃতি ট্রাস্ট

মানবসেবার এই পথচলায় অগ্রণী ভূমিকা নিলেন শ্রীকান্ত বাবু। তিনি জানান—
“অনেকেই স্বাস্থ্য শিবির করেন, কিন্তু প্রান্তিক মানুষের হাতে বিনামূল্যে চশমা পৌঁছে দেওয়া অত্যন্ত কঠিন। চোখের পরীক্ষা করার পরেও অনেক দরিদ্র মানুষ চশমা কিনতে পারেন না। চশমা যেন একপ্রকার বিলাসিতা হয়ে দাঁড়ায়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাদের হাতে সম্পূর্ণ বিনামূল্যে চশমা তুলে দেব।”

শুধু চশমাই নয়, এদিনের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার শিবিরে প্রায় ২০০ জন মানুষ অংশগ্রহণ করেন। তাদের মধ্যে অনেককেই বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।

শ্রীকান্ত বাবু আরও বলেন—
“আমরা ভবিষ্যতে এরকম আরও স্বাস্থ্য শিবির আয়োজন করতে চাই। কারণ স্বাস্থ্যই মানুষের আসল সম্পদ।”

এই মহতী কর্মযজ্ঞে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এক টাকার পাঠশালা

গ্রামের সাধারণ মানুষ এই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে বলেন, সত্যিকারের মানবসেবার উদাহরণ হয়ে রইল এই অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *