Thu. Nov 20th, 2025
gay meeting
Falak Naaz

শুধু চাকরি করে নয় ব্যবসা করেও যে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় সেটাই প্রমান করে দিলেন তিনি। সম্প্রতি জি বাংলার দিদি নাম্বার ওয়ান থেকে ডাক পেয়েছিলেন তিনি। রচনা ব্যানার্জী সঙ্গে ভাগ করে নেন তার সুখ-দুঃখের কথা। কিন্তু কীভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন তিনি চলুন জেনে নেওয়া যাক সেই হার নামানার গল্প।

সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন ফলক। স্কুল জীবনে ব্যারাকপুরে পড়াশোনা করেন এবং হায়ার এডুকেশন কমপ্লিট করেন কলকাতা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। কিন্তু, আজ বাংলার এই ‘সাধারণ’ মেয়েই প্রায় কোটি টাকার এক সংস্থার মালিক! জেদ আর কঠোর পরিশ্রমে ফলক তৈরি করেছেন তাঁর নিজের সংস্থা। কেরিয়ারের সেই স্ট্রাগলের দিনের কথা বলতে গিয়ে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে আবেগপ্রবণ হয়ে পড়েন ফলক।

কলেজে পড়তে পড়তেই উদ্যোগপতি হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ফলক। নিজের ব্যবসা শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটা ফলকের পক্ষে সহজ ছিল না। কারন বয়স তখন অল্প ছিল আর তার উপর বাড়ির অমতে ভালবেসে করেছিলেন বিয়ে।

শুরু থেকেই প্রথাগত সরকারি চাকরি থেকে বেরিয়ে অন্য কিছু করার ইচ্ছা ছিল। তাই প্রথমে নিজেদের শহর ব্যারাকপুর খুব ছোট আকারেই তাদের বিউটি পার্লারের ব্যবসা শুরু করেন এবং নিজের দক্ষতার কারণে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ডাক পেতে থাকেন। মুম্বাই,দিল্লি,কলকাতা সহ বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসতে থাকে তার কাছে।বর্তমানে সারা ভারত জুড়ে একজন মেন্টর হিসেবে কাজ করেন ফলক,তৈরি করেছেন ফলক নাজ সেলুন এন্ড একাডেমি। আর এই একাডেমির মাধ্যমে তৈরি করেছেন প্রচুর কর্ম সংস্থানের। আজ বহু মানুষ ফলকের কাছে কাজ শিখে নিজেডের পায়ে দাড়িয়েছেন।

মেয়েদের সৌন্দর্যের প্রধান অংশ চুল এবং তক। তাই রুপ চর্চা থেকে শুরু করে চুল এবং তকের যত্ন নেওয়ার জন্য বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ থেকেও বহু মানুষ আসেন তার কাছে।2020 সালে কলকাতার সেরা সেলুনের এ্যাওয়ার্ড ও পেয়েছেন ফলক। 2021 সালে এশিয়ান গ্ল্যামার অ্যাওয়ার্ডে প্রধান অতিথি এবং বিচারক হিসাবেও উপস্থিত ছিলেন তিনি।

একজন দক্ষ হেয়ার স্টাইলিস্ট হিসাবে তার যাত্রা এখনো অব্যাহত রয়েছে। কিছুদিন আগে ফলক নাজকে বর্ধমান এবং ত্রিপুরায় চুলের এক্সটেনশনের উপর মাস্টার ক্লাস পরিচালনা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ফলক বর্তমানে অন্যদের দক্ষতা বাড়ানর ক্ষেত্রে একজন নেতৃস্থানীয় বিশেষজ্ঞ হিসাবে কাজ করে চলেছেন।

ইনস্টাগ্রামে 1 মিলিয়নের বেশি অনুরাগী ফলকের। ইউটিউব এ তার শিক্ষামূলক ভিডিও দেখার জন্য আপেখা করে থাকেন বহু অনুরাগি। আর এখানেও রয়েছে ১ মিলিয়নের বেসি subscriber.
পাসাপাসি ফেসবুকেও বিভিন্ন সুন্দর মুহূর্ত তুলে ধরেন ফলক। ফেসবুকে তোর ফলোয়ার সংখ্যা রয়েছে প্রায় ৭ লাখ এর কাছাকাছি।

টাকা পয়সা ছাড়াই শুধুমাত্র ইচ্ছে আর মনের জোর কে ভরসা করে পরিশ্রম করে গেলে জীবনে যে সফল হওয়া যায় সেটাই করে দেখিয়েছেন খেছেন ফলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *