Thu. Nov 20th, 2025
gay meeting
vijay thalapathy

এই অভিনেতার পারিশ্রমিক এর পরিমাণ শুনলে লজ্জা পাবে শাহরুখ-সালমানরাও

বলিউড ইন্ডাস্ট্রিতে বর্তমানে অনেক অভিনেতা রয়েছেন যাদের ছবি পিছু পারিশ্রমিক ১০০ কোটিতে পৌঁছেছে গিয়েছে। শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে অক্ষয় কুমার, আমির খানরা রয়েছেন এই তালিকার প্রথম সারিতে। তবে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কে এই বিষয়টা হয়তো অনেকেই জানেন না?

বলিউডের পাশাপাশি সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ দক্ষিণ ভারতের তারকারাও এখন গোটা দেশের নিরিখে জনপ্রিয়তা পাচ্ছেন। বর্তমানে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি কিংবা কলিউড যেন জনপ্রিয়তার বিচারে বলিউডকে ছাপিয়ে সবার উপরে উঠে যাচ্ছে। এইসময় দেশের যিনি সর্বোচ্চ পারিশ্রমিক অভিনেতা তিনিও বলিউডের কেউ নন, আসলে তিনি একজন সাউথ ইন্ডিয়ান সুপারস্টার।

thalapathy vijay

দক্ষিণের থালাপতি বিজয়ের নাম আপনি অবশ্যইশুনেছেন ? হ্যাঁ, ইনি হলেন দেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা যিনি বলিউডের সেরা অভিনেতাদের দ্বিগুণ পারিশ্রমিক চার্জ করেন বর্তমানে যেকোনো ছবি করার জন্য। সাধারণত বলিউডের প্রথম সারির অভিনেতারা ১০০ থেকে ১৫০ কোটি টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন।

কলিউডের তারকারাও এখন এরকমই পারিশ্রমিক দাবি করে আসছেন বেস কিছুদিন ধরে। তবে টাকার অংকের দিয়ে সবাইকে টেক্কা দিয়েছেন থালাপতি বিজয়। জানলে অবাক হবেন তিনি দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের থেকেও বেশি পারিশ্রমিক নিচ্ছেন এখন। টাকার অংকটা শুনলে আপনি চমকে যেতে বাধ্য হবেন। তিনি এখন তার পরবর্তী ছবি ‘লিও’ এর জন্য কঠোর পরিশ্রম করছেন। এই ছবির জন্য তার পারিশ্রমিক কত দেওয়া হবে সেট জানেন কি আপনি?

thalapathy vijay

বিজয় তার পরবর্তী ছবির জন্য পারিশ্রমিক হিসাবে নিচ্ছেন ২০০ কোটি টাকা যা একটি নতুন ইতিহাস তৈরি করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে এমনটাই তথ্য পাওয়া গিয়েছে। এর আগে তিনি ২০১৮-২০১৯ সালের এজিএস এন্টারটেইনমেন্ট ব্যানারে ‘বিগিল’ ছবিতে কাজ করেছিলেন। যার জন্য ৫০ কোটি টাকারও অধিক পারিশ্রমিক পান। ছবিটি ৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল সেই সময়।

এবার ওই একই প্রোডাকশন সংস্থার আওতায় নির্মিত আরেকটি ছবির জন্য ২০০ কোটি টাকা পাচ্ছেন বিজয়। এরপর তিনি ‘৬৮’ ছবিতে কাজ করবেন বলে জানা যাচ্ছে। বিজয় তার আগের ২০২১ সালের ছবি ‘মাষ্টার’এর জন্য ৮০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। কিন্তু এখন তিনি তার পারিশ্রমিক দ্বিগুণের বেশি বাড়িয়ে দিইয়েছেন বলে খবর। আর এভাবেই তিনি হয়ে উঠেছেন ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা।

One thought on “ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কে জানেন?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *